আমাকেও স্বীকার করতে হবে
এই ০২/১১/৫৫ তারিখ টি কে
আমার জন্মদিন
বেশ তাই হোক
আজ নভেম্বর এর দুই তারিখ।
এক নয় দুই
আমার তো সব কিছু দাদু ই
ভাবি তাই
কিভাবে যে কি হয়
কোন ভাবনায় বদলায় আগামী র
ভাবনায়
বাহ রে দুই
দুই ছাড়া কি জীবন হয়
আলাদা করে করে সবাইকে ধন্যবাদ জানাতে
পারছি না। অনেকে এখন পর্যন্ত ২৮২ জন শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছেন।
সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই।
শুভেচ্ছা জানিয়ে ইন্দ্রনীল দা( মজুমদার)
যে ছবি টি পাঠিয়েছেন সে টি দিয়েই সবাই কে
ধন্যবাদ জানাই
No comments:
Post a Comment