Sunday, 15 November 2020

কার প্রতীক্ষায়

কার প্রতীক্ষায়!  কার?  
ছিল সে এক দিন।
স্বামী রা ব্যবসার জন্য বাইরে গেছে।
কবে যে ফিরবে   কে জানে
ফিরবে তো।
উঁকি দেয় কত ভয়। দুর্ভাবনা 
মশলা পাতি ; নীলের বড়ি ; লাক্ষাগালা ; কাঠকয়লা
আরো কত কি।
জমিয়ে ব্যবসা করছে বেনে রা।
বাইরে যায়। অনেক দূরে।
বেনে বৌ। তার দিকে তাকালে যে চোখ ফেরানো যায়না। এত ফর্সা। যেন হলুদ মাখা গা।
কোথাকার মেয়ে গো তুমি বাছা 

আহা আহা মরি মরি

অযোধ্যা বনকাটি এলাকার অযোধ্যা গ্রামের ' পুরোনো হাটতলা' এলাকার বিখ্যাত মন্দির।
থানা কাঁকসা। প বর্ধমান।

No comments:

Post a Comment