Tuesday, 24 November 2020

আমার সকল পাঠক দের উদ্দেশ্যে

আমার লেখার পাঠক বন্ধুদের জানাই শারদোৎসব এর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। 
 যাঁরা নিয়মিত আমাকে ফলো করেন 
তেমন বন্ধুদের কেউ কেউ বলেছিলেন 
 পুজোর সময় বেশী বেশী পোষ্ট করতে 
 এখন কি আর নূতন লেখা  লেখা হবে 
 হোক আর নাই হোক কিছু পুরনো লেখা 
খুঁজছি। সে গুলো আবার একবার তুলে দেব। 
আর দেখি যদি বের হই তার ছবি দেব। 
সংক্ষেপে বর্ণনা। যদি পারি। যদি 
ইতিহাসিকা ই ম্যাগে নূতন লেখা আছে 
মাৎস্যন্যায় ই ম্যাগে আছে 
দু একটা ছোট পত্রিকা মুদ্রিত মাধ্যমে আছে। 
এই কদিনে এই সব গুলো ই তুলে দেব 
সবাইকে ভালোবাসা 
ও হ্যাঁ। বলা হয়নি। হয়নি নয় বলেছি আগে 
জানেন ই তো যে গড় জঙ্গল এর দেশের লোক 
হ্যাঁ। যাই। গড় জঙ্গল এর দেবী শ্যামারূপার পূজায় 
আবার যাই মৌখিরা কালিকাপুর। সে আমার বড় প্রিয়। আর  চৌপাহারী জঙ্গল পেরিয়ে যাই সুরুল 
সোনা ঝুরি  হীরালিনী দুর্গোৎসব এ। আশেপাশে। 
এবার যে কোথায় যাব  কি করব 
আমাদের এখানে এই অযোধ্যা বনকাটি এলাকায় অনেক গুলি প্রতিমা পুজো। সবই পারিবারিক। 
সেখানে যে যাই না  তা নয় তবে বাইরে ই যাই 
দেখি 

ছবি টি অসাধারণ। পারমিতা দির ( ভৌমিক) এর পোষ্ট থেকে নেবার লোভ সামলাতে পারিনি

No comments:

Post a Comment