ওপারে নদী র ধারে ধারে অনেক গ্রাম। গঙ্গাপুর ভরতপুর নারান পুর নহনা কানুর জনুবাজার কেন্দুলি। উত্তরে মাঠ পেরিয়ে বড় গ্রাম ঘুড়িষা। আর পুবে গঞ্জ ইলামবাজার। মো টামুটি এই এলাকাজুড়ে ঐ ডাকাত দল দাপিয়ে বেড়ায়।
ডাকাতি সেরে ভোররাতে ফিরেছে। মালের ভাগ হয় ঐ পাকুড় গাছের তলায় বসে।ভাগ বাঁটোয়ারা নিয়ে লাগল বিবাদ।
রাগের মাথায় সর্দার রাম দায়ের এক কোপ বসিয়ে দিল সঙ্গী একজনের ঘাড়ে। ব্যস। একেবারে শেষ।
এই ঘটনার পরে ডাকাত সর্দার পাগল হয়ে গেল। ভুলে গেল সবকিছু।
দিন যায়। মাস যায়। - - -( তারপর)
ডাকাতি সেরে ভোররাতে ফিরেছে। মালের ভাগ হয় ঐ পাকুড় গাছের তলায় বসে।ভাগ বাঁটোয়ারা নিয়ে লাগল বিবাদ।
রাগের মাথায় সর্দার রাম দায়ের এক কোপ বসিয়ে দিল সঙ্গী একজনের ঘাড়ে। ব্যস। একেবারে শেষ।
এই ঘটনার পরে ডাকাত সর্দার পাগল হয়ে গেল। ভুলে গেল সবকিছু।
দিন যায়। মাস যায়। - - -( তারপর)
( যাঁরা গোড়া থেকে আমার এই লেখা পড়ছেন তাঁ্রা কিছুটা আনন্দ পেতে পারেন। এসব তো আঞ্চলিক গল্প)
No comments:
Post a Comment