পরগনা সেন পাহাড়ি। আজকের থানা কাঁকসা। কাঁকসার ইতিহাসে পরে আসব। থানা কাঁকসার উত্তরসীমান্ত এলাকা জুড়ে গড়জংগল।আর ওই এলাকার একটি গ্রামীণ জনপদ অযোধ্যা - বনকাটি। অযোধ্যা নামে উত্তর ভারতীয় প্রভাব রয়েছে। তার ইতিহাস আছে। আর বন কেটে বসত কবে শুরু করেছিল মানুষ এখানে - তা বলা সম্ভব নয়। তবুও খুঁজছি। এখন একটি সমৃদ্ধ জনপদ। মূলত কৃষি প্রধান এলাকা। আর কুটিরশিল্পীরা ছিলেন। তাম্বুলি সম্প্রদায় এর হাত ধরেই ধান চাল মুদিখানা র ব্যবসার গঞ্জ হয়ে উঠে। মোটামুটি দুই শ থেকে তিনশ বছরের মধ্যে এই গড়ে ওঠা। প্রাচীন মন্দির ; টেরাকোটা সমৃদ্ধ রয়েছে বেশ কয়েকটি। বিশাল চারটি শিব মন্দির। বিষ্ণু মন্দির। বনকাটির বিখ্যাত পিতলের রথ। বিখ্যত গোপালেশ্বর শিব মন্দির। রায় বাড়ী র বিখ্যত কালী পুজা। কালী মন্দির সংলগ্ন শিব মন্দির গুলি - সব ই দেখবার। তেপান্তর এর পাশেই এই সব কিছু। আসুন সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে গল্প শোনাব।
No comments:
Post a Comment