Wednesday, 13 September 2017

কাঁকসা

মাটির প্রদীপ। প্রণব ভট্টাচার্য এর লেখালেখি। আঞ্চলিক ইতিহাস।
কাঁকসা। নামটি এসেছে রাজা কণক সেন বা কঙ্কসেন রাও থেকে। ভবানীপতি কাঁকসা ছিলেন এই বংশ এর আদি পুরুষ।তাঁদের প্রতিষ্ঠিত কঙ্কেশ্বর শিব মন্দির এখনো রয়েছে। বক্তিয়ার খিলজী র এক সেনাপতি র হাতে এই বংশশেষ হয়। সেই সেনাপতি র ও সমাধি রয়েছে কাঁকসার প্রয়াগপুরে। সম্ভবত এই বংশ দক্ষিণী। সদগোপ রাজা মহেন্দ্র এর নাম ও এসেই যায়। অমরারগড় এর রাজার সাথে সম্পর্কিত। এঁর সময়কাল নিয়ে বিতর্ক আছে। এইসব ছোট ছোট অনেকগুলি রাজ্য নিয়ে ছিল গোপভূমি মহামন্ডল। আর মহামান্ডলিক ইছাই ঘোষ। জাতিতে গোপ। মানে গোয়ালা। কিন্তু তাঁ্র যুদ্ধকৌশল ছিল শিবাজীর মতো। আর সৈন্য স্থানীয় বাউরি - বাগদী - কোটাল- হাঁড়ি ডোম ঘরের যুবকেরা।ইছাই ছিলেন ত্রিষষ্ঠীগড়ের অধিপতি। ঢেকুর গড়্বের অধিপতি।
' বভূব রাঢ়াধীপ লব্ধজন্মা'
আসুন তেপান্তর এ। সব গল্প হবে।

No comments:

Post a Comment