Sunday, 10 September 2017

পানাগড়

পানাগড় একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখন পশ্চিম বর্ধমানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সময় পূর্ব ভারতের সবচেয়ে বড় সামরিক ছাউনি।এরোড্রাম রয়েছে।অটোমোবাইল পার্টস এর বড় বাজার। বাজার এর মধ্য দিয়েই জি টি রোড।এখন বাইপাস হয়েছে।এই বৃহৎ গঞ্জটিকে মিউনিসিপালিটি র মর্যাদা দেওয়া দরকার।পানাগড় থেকেই শুরু হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চল।
নামকরণ নিয়ে নানামত। আগে পান পাতার বেশ চাষ হত। পান ঘর থেকে পানাগড়। পানা মানে কচুরিপানায় ভর্তি ছোটোবড়ো অনেক গোড়ে মানে ছোট পুকুর। সেখান থেকেও হতে পারে। কাঁকসার রাজাদের গড় ছিল। তাই পানাগড়।১৯০১ সালের সরকারি প্রতিবেদনে দেখছি পানিঘর।১৮৬০ এর দশকে জিটি রোড এর সংস্কার এর সময় বানানো হয় ডাকবাংলো। জলাহার বিশ্রাম এর ব্যবস্থা সহ। পুরাতন চটিগুলির ও পুনর্নির্মাণ করা হয়। বুদবুদ চটি - রাজবাঁধচটি। এই রকম মোটামুটি ১১ মাই ল দূরে দূরে।আর হাঁ আস্তাবল। ঘোড়ার থাকা খাওয়ার ব্যবস্থা তো চাই।ডাকচলাচলের মাধ্যম ঘোড়া তো সেই শের শাহ এর সময় থেকেই।
কথা তো অনেক। পানাগড় হয়ে যদি তেপান্তর এ আসেন - তাই কিছু শুনিয়ে রাখলাম।পরে তো গল্প হবেই। কখন আসছেন।

No comments:

Post a Comment