Wednesday, 13 September 2017

কথা তার কাহন সাতেক। নামটি সাতকাহন

কথা তার কাহন সাতেক। নামটি সাতকাহন।এইটি আমার গাঁ। উত্তরে অজয়। ভেঙে ভেঙে গাঁ কে খেয়েছে। খাচ্ছে এখনো। বহু পুরোনো এই গাঁ। ছিল বিরাট কারিগর দের গ্রাম। তিনটি অংশ সাতটি পাড়া। বিশাল বিস্তার। তাই সাতকাহন। সাতকাহানি। সাতকাহনিয়া। অসুর কাহানি র প্রভাব। এই এই গ্রামে কল্লোল রা গড়ে তুলেছে তেপান্তর নাট্যগ্রাম।এই বঙ্গ এ প্রথম। সারা বছর ধরে চলছে নাটক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। সাং স্কৃতিক অনুষ্ঠান। যদি না এসে ছেন অবশ্য ই একবার আসুন।তেপান্তর মেলা বা দোল উৎসব এর সময়। আশেপাশে অনেক কিছু আছে। প্রত্নস্থল মন্দির পিতলের রথ ইছাই ঘোষের দেউল। সব গল্প বলব আমি । কথক ঠাকুর। আসুন। দীর্ঘ ইতিহাস। সব দেখাব। সব শোনাব। গড় জঙ্গল এর মধ্যদিয়ে যাবার সময় গা শিরশির করবে। তখনি তো জমবে গল্প।

No comments:

Post a Comment