একটি কবিতা।
জেগে থাকে ভয়
সুপ্রাচীন তুঁষ উন্মুখ
চিনি ধিকিধিকি
জানি হে কেলাস জল
তুমি বিস্ফোরক।
ভূমি বিষ
অতিভুজ বৃদ্ধি
শীর্ষবিন্দু স্থানাঙ্ক বিহীন
সুপ্রাচীন তুঁষ উন্মুখ
চিনি ধিকিধিকি
জানি হে কেলাস জল
তুমি বিস্ফোরক।
ভূমি বিষ
অতিভুজ বৃদ্ধি
শীর্ষবিন্দু স্থানাঙ্ক বিহীন
অসাধারণ !!!
ReplyDelete