Sunday, 10 September 2017

দুর্গাপুর

গিয়েছিলাম দুর্গাপুর। পারিবারিক কাজে। জায়গাটা আড়া কালীগঞ্জ মোড়ের কাছে টেটিখোলা। এখন জমজমাট এলাকা। বড় বড় বাড়ী। অনেক উঁচুতে মাথা তোলা ফ্ল্যাট বাড়ী।
আমার কথা ঐ নামটা নিয়ে।
সময়টা ধরুন মোটামুটি হাজার বছর আগে।এখন কার দুর্গাপুর তখন ঘন জংগলে ঢাকা।জংগলের পূর্বে উত্তরে। বিস্তৃত ডাঙা জমি। গড় দুয়ারের বাইরে এই মাঠ।
ঢেকুর গড় বা ত্রিষষ্টি গড়ে তখন মহা মান্ডলিক ইছাই ঘোষের রাজত্ব।
সৈন্য রা টেঁটি ( বর্শার মতো সুচীমুখ অস্ত্র) খেলে ঐ মাঠে। ভাল ছোঁড়া অভ্যাস করে।
নাম তাই টেঁটি খেলার মাঠ।
আজ হল টেটি খোলা।

1 comment:

  1. ইছাই ঘোষের sommondhe ektu bolben? Jante agrohi..

    ReplyDelete