Wednesday, 13 September 2017

তেপান্তর এর পাশেই

তেপান্তর এর পাশেই শালজংগল।লাল মোরামের রাস্তা দিয়ে পূবে একটু হাঁটলে ডাঙ্গাল গ্রাম।উঁচু ডাঙ্গা জমির উপরে মানুষ বসতি গড়েছিল বসুধা গ্রাম থেকে উঠে এসে। মৌজা বসুধা। বন্যার ভয়ে। অজয়ের বন্যায় বারবার ভেসেছে বসুধা। ধর্ম্ম মঙ্গল এর অন্যতম কবি নরসিংহ বসু র পৈতৃক গ্রাম।বসুধাম থেকে বসুধা। নাকি বৌদ্ধ দেবী বসুধারা থেকে প্রশ্ন আছে।থাক পরে হবে। বৃদ্ধনদী- কালী দহ দেবী রূপাই চণ্ডী রূপাই দহ রাজা পোতা এসব নাম নিশ্চয় ই কৌতূহল তৈরি করছে। স্বাভাবিক। এসবের পিছনে আছে গাঢ় ইতিহাস। আসুন তেপান্তর এ। সব কথা শোনাব। আসবেন কিন্তু। '

No comments:

Post a Comment