Sunday, 10 September 2017

আসানসোল

এসেছি আসানসোল। এখন তো বড় শহর।পশ্চিম বর্ধমান জেলার সদর শহর। একদিন তো ছিল গ্রাম। আসন গাছে ( বড় বৃক্ষ -অর্জুন গাছের জাত)
ভরতি নীচু এঁটেল মাটির চাষযোগ্য জমির জায়গা।
রেল এল রানীগঞ্জ পর্যন্ত। তারপর আসানসোল। রেলের বিভাগীয় অফিস হল এখানে। মহকুমা। রানীগঞ্জ তার গৌরব হারালো ধীরে ধীরে।ইংরেজ দের হাতে গড়ে উঠছে। চার্চ। বেকারী। চার্চের অধীনে স্কুল। কিছু চীনা মানুষ অবাঙালী মুসলিম হিন্দি ভাষী মানুষ
সকলের সমন্বয়ে আজ এক মেট্রোপলিটান সিটি। এর গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস।

1 comment: