Sunday, 10 September 2017

অযোধ্যা গ্রামের ধর্মরাজ তলার স্থাপিত বট বৃক্ষ

প্রাচীন বৃক্ষ সিরিজ।
অযোধ্যা গ্রামের ধর্মরাজ তলার স্থাপিত বট বৃক্ষ।
বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ১৫-২০ টি শত বর্ষ প্রাচীন বৃক্ষ এখনো রয়েছে এটি তাদের অন্যতম। অনেকে বলেন গ্রাম প্রতিষ্ঠা র সময়ে ই এর স্থাপনা।
উঁচু ভিতের উপর চারকোনা মন্দির।
ভিতরে তিনটি গোলাকৃতি শিলা।
বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজ নামে ই এঁ্র পূজা। ভিন্ন নামে আষাঢ় ও শ্রাবণ পূর্ণিমা য় তঁাদের পূজা।
মন্দির এর পাশে অশ্বত্থ ও আছে। থাকার ই কথা।
পোস্ট করা সত্ত্বেও এই পোস্ট টি কেন
গেলনা জানিনা।

No comments:

Post a Comment