অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা র ইতিহাস আগেও লিখেছি। এবারো কুনুর কথা পত্রিকার শারদ সংখ্যায় স্বাধীনতা পূর্ব একটি শিক্ষা চিত্র( কাঁকসা ব্লক) এ ও লিখেছি।
অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র একটি প্রাথমিক বিদ্যালয় নয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠা র দীর্ঘ ইতিহাস আছে।এই বিদ্যালয় এর মাধ্যমে এলাকায় শিক্ষা সংস্কৃতির আলো ছড়িয়েছিল সমগ্র এলাকায়।৮৫ বছর আগে। প্রকৃত প্রতিষ্ঠাতা প্রয়াত ননীগোপাল চট্টোপাধ্যায় মহাশয়।
এলাকার প্রবীণ মানুষ দের কাছে তিনি আজও বড় মাষ্টার।
তাঁকে স্কুল প্রতিষ্ঠার সাথে যুক্ত সকল কে তাঁর সহশিক্ষক দের সকল কে এই শিক্ষক দিবসে জানাই প্রণতি।
অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র একটি প্রাথমিক বিদ্যালয় নয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠা র দীর্ঘ ইতিহাস আছে।এই বিদ্যালয় এর মাধ্যমে এলাকায় শিক্ষা সংস্কৃতির আলো ছড়িয়েছিল সমগ্র এলাকায়।৮৫ বছর আগে। প্রকৃত প্রতিষ্ঠাতা প্রয়াত ননীগোপাল চট্টোপাধ্যায় মহাশয়।
এলাকার প্রবীণ মানুষ দের কাছে তিনি আজও বড় মাষ্টার।
তাঁকে স্কুল প্রতিষ্ঠার সাথে যুক্ত সকল কে তাঁর সহশিক্ষক দের সকল কে এই শিক্ষক দিবসে জানাই প্রণতি।
No comments:
Post a Comment