Wednesday, 13 September 2017

বনকাটি র জমিদার বাড়ী

এই হল বনকাটি র জমিদার বাড়ী র ভগ্নাবশেষ। একদা এঁরা বসুধায় বাস করতেন। পুজারী ব্রাহ্মণ। পরে বনকাটি আসেন। গালার ব্যবসা করে বিরাট ধনী হন। জমিদারী ক্রয় করেন। বিখ্যাত গোপালেশ্বর শিব মন্দির এবং ওই মন্দির এর অঅনুরূপ পিতলের রথ টি নির্মাণ করান।



No comments:

Post a Comment