জংগলের গভীরে যাওয়া সহজ নয়। সংগে উপযুক্ত লোক চাই। বেশ কয়েকটি বড় বড় পুকুর আছে। আছে আদিবাসী সাঁও তাল পল্লী। আছে সম্পন্ন গ্রাম। নাম সরস্বতীগঞ্জ। বুঝুন জংগলের মধ্যে গঞ্জ। খয়রা নামের একটা জাত আছে। কাঠকয়লা তৈরি যাদের পেশা ছিল। গালা ও সোনা শিল্পে ভীষণ কাজে লাগত।বাইরে চালান যেতো। খয়রাবাড়ী থেকে খেরোবাড়ী। এই গ্রাম থেকে খয়রা সহ বেশ কিছু পরিবার অন্যগ্রামে চলে গেছেন। কোটাল দের গ্রাম কোটালপুর বা কোটালপুকুর।এখানে যেমন ইছাই ঘোষের সৈন্য বাস ছিল তেমন বর্ধমান রাজ চিত্রসেন বিহার ঝাড়খণ্ড থেকে এনেছিলেন ক্ষেত্রী সিং দের সেনাপতি হিসাবে। দারুন ছিল তাদের দাপট।বহুদিন ধরেই। তাঁ্রা দুর্গা পূজা করতেন। এখনো সে পূজা হয়। সমাজ জীবনে প্রতিষ্ঠিত বিরাট পরিবারের মানুষ জনএকদিনের জন্য হলেও দুর্গাপূজা র সময় এখানে আসেন।
বনের ধারে গোপ দের গ্রাম বনগ্রাম। নিম গাছে ভর্তি উঁচু টিকর এর উপর গ্রাম নিমটিকুরি। গৌ রাঙ্গ পুর দামোদরপুর এই দুটি গ্রাম উঠে গেছে।
নামে বৈষ্ণবী য় প্রভাব বুঝতেই পারছেন। এনিয়ে পরে কথা হবে।
বনের ধারে গোপ দের গ্রাম বনগ্রাম। নিম গাছে ভর্তি উঁচু টিকর এর উপর গ্রাম নিমটিকুরি। গৌ রাঙ্গ পুর দামোদরপুর এই দুটি গ্রাম উঠে গেছে।
নামে বৈষ্ণবী য় প্রভাব বুঝতেই পারছেন। এনিয়ে পরে কথা হবে।
No comments:
Post a Comment