Sunday, 10 September 2017

তমসার দেবী

তমসার দেবী কে পূজা না করে কি আর ঘোর নিশীথে রণে যাওয়া যায়।
পূজা সেরে ডাকাত দল চলেছে নদী পেরিয়ে ওপারে। বীরভূমএর কোন গ্রামে।ডাঙ্গাল- বসুধা গ্রামের মেটে বাউরী মাল দের ডাকাত দল। ডাঙ্গাল এর মেটে দের এক পূর্বপুরুষ দলের
মাথা।
অমাবস্যা র ঘোর অন্ধকার। নদী পেরুচ্ছে সাবধানে। ওপারে ভরতপুরে
দুজন যোগ দেবে। ওরাই নিয়ে যাবে।
মাঠের আলপথ দিয়ে চলেছে- - ( তারপর)

No comments:

Post a Comment