Wednesday, 13 September 2017

মৌজা গড়কেল্লা- খেড়োবাড়ী

মৌজা গড়কেল্লা- খেড়োবাড়ী। লক্ষ করুন গড়- কেল্লা। মানে এক ই। fort. মোটামুটি হাজার বছর আগের গড়। আর দু আড়াই শো বছর আগের কেল্লা। ধর্ম্মমংগল কাব্যের অন্যতম নায়ক ইছাই ঘোষ ওই গড় দখল করে স্বাধীন মহাসামন্ত মহামান্ডলিক হয়ে উঠেছিলেন। দীর্ঘ সময় রাজত্ব করার পর বৃদ্ধবয়সে লাউসেন বা নবসেন এর কাছে পরাজিত এবং নিহত হন। রক্তনালা দিয়ে বয়ে গিয়েছিল রক্তের স্রোত।তাঁ্র আরাধ্যা দেবী শ্যামারূপা। চন্ডী। হয়তো আদিতে তিনি সূহ্মারূপা। এখনো গড়জংগলের গভীরে দুর্গাপূজা র সময় তাঁ্র পূজা হয়।ভাঙা গড়বাড়ীর চিহ্ন সব হারিয়ে গেল।এই জংগলের মধ্যেই বর্ধমানের রাজা চিত্রসেন কেল্লা বানিয়ে লুকিয়ে ছিলেন। ইংরেজ দের সাথে দ্বন্দ্ববেধেছিল। পরে হেরে গিয়ে এখান থেকে পালান। তিনি ই বানিয়েছিলেন দেউল। এটি ই বিখ্যাত ইছাই ঘোষ এর দেউল। কোনো দেবদেবী মন্দির নয়। অনেক কথা আছে। নানা বিতর্ক।আসুন তেপান্তরে। সব গল্প হবে।

No comments:

Post a Comment