।। এলেমবাজার নিলামবাজার ইলামবাজার।।
বাজারে এলাম গো। এলেমবাজার।।
এ বাজারে এলেমদার লোকেরা ঘোরাফেরা করে।
নীল, গালা, সুতীবস্ত্র, তসর, রেশমের নিলামের হাট বসে।
প্যারিসে আন্তর্জাতিক এক প্রদর্শনী তে ইলামবাজারের
গালার সামগ্রী প্রদর্শিত হচ্ছে। মন্তব্যে বলা হচ্ছে " হস্তশিল্পের চমৎকার নমুনা "
আরস্কাইন সাহেবের কুঠিবাড়ি তে জয়দেব কেন্দুলী যাওয়ার পথে ফরাসি পণ্ডিত সিলভা লেভী এবং তাঁর স্ত্রী মাদাম লেভী
এক রাত্রির বিশ্রাম নিচ্ছেন।
আচার্য্য নন্দলাল গোরুগাড়িতে চেপে ছাত্রদের নিয়ে বনকাটির পিতলের রথ দেখতে আসছেন।
শিল্পী মুকুল দে গোরুগাড়ি চেপে মৌখিরা যাবার পথে ইলামবাজার এর টেরাকোটা মন্দির, আরস্কাইন সাহেবের
সমাধিস্থলের ছবি তুলে নিচ্ছেন।
ব্রতচারী প্রবর্তক তৎকালীন বীরভূমের জেলা ম্যাজিস্ট্রেট
গুরুসদয় দত্ত ইলামবাজারে একটি দাতব্য চিকিৎসালয়
উদ্বোধন করছেন।
এছাড়া, সুরুলের চীপ সাহেব, সুরুলের বিখ্যাত সরকার বাড়ি,
রায়পুরের সিংহ বাবুদের কথা
আরও অনেক অনেক কথা, অনেক তথ্য
ছোট্ট এই বই টি তে আছে।
আমি জানিনা ইলামবাজারের কত জন বন্ধু আমার এই বইটি সংগ্রহ করে পড়ে দেখলেন। আশা করি খারাপ লাগবে না।
পড়েই দেখুন।
ইলামবাজার এ অনেক বন্ধু। আমার অনেক ছাত্র ছাত্রী।
প্রথম সংস্করণ শেষ হয়ে গেলে দ্বিতীয় সংস্করণ টি বর্ধিত আকারে করার চেষ্টা আছে।
আপনাদের সহযোগিতা কাম্য।
আমি মাত্র পাঁচ টি বই পেয়েছি। সৌজন্য সংখ্যা। এত বন্ধু কাদের দিই!
বন্ধুদের উদ্দেশ্যে ই এই বই উৎসর্গ করেছি।
আমার কাজের ক্ষেত্র অজয়ের এপার আর ওপার। ইলামবাজার আমার দ্বিতীয় ঘরের মতো।
বই টিতে এপারেরও কথা কম নেই। বনকাটি, মৌখিরা, কালিকাপুর তো আছেই। আরও আছে।
বই টি র পরিবেশক অক্ষরযাত্রা প্রকাশনী র আনন্দগোপাল হালদার। তাঁকে ফোনে অর্ডার দিলেই বাড়িতে বসে বই পেয়ে যাবেন।আমি দায়িত্ব নিয়ে বলছি।
তাঁর নম্বর 9474907307।
দাম মাত্র। ২০০/ টাকা। পেপারব্যাক দাম কম রাখার জন্য
No comments:
Post a Comment