' এবং আমরা ' নাটকের দলের সদস্য দের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা ' তেপান্তর নাট্য গ্রাম '।
সময় টা খুব কম নয়। নাটকের দলের বয়স ত্রিশ বছর পার হয়ে গেছে। এই তেপান্তর গড়ে উঠেছে দীর্ঘ দিনের প্রচেষ্টায়। এই সময় কালে এই নাট্যগ্রামে মানুষ দেখেছেন কত নাটক, কত সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের, রাজ্যের বাইরের, বিদেশের নাট্য দল গুলি এখানে নাটক করে গেছেন।
তিন দিনের তেপান্তর মেলায় ( দোল মেলায়) অগনিত মানুষ এসেছেন। মেলার আনন্দ উপভোগ করেছেন। মেলার সময়ে মুক্তমঞ্চে সারা পশ্চিম বঙ্গের বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন।
নাটকের জন্যই নাট্যগ্রাম। নিশ্চয়ই নাটক হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তেপান্তর মেলার ও যথারীতি আয়োজন হবে।
এবার টীম ' এবং আমরা ', "তেপান্তর নাট্য গ্রাম " নিতে চলেছে এক সম্পূর্ণ নূতন উদ্যোগ। শুরু করা হচ্ছে
তেপান্তর পাঠশালা। আগামী ১ লা মার্চ তার শুভ উদ্বোধন হবে। অনেক বিশিষ্ট মানুষের উপস্থিতি তে। ঐদিন ই ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা।
আঁকার প্রশিক্ষণের জন্য থাকবেন বিশিষ্ট শিল্পীরা।
এই পাঠশালা কোন প্রথাগত পাঠশালা নয়।
এক সাংস্কৃতিক পাঠশালা। উপযুক্ত তত্ত্বাবধানে,
নানা বিধ সাংস্কৃতিক মাধ্যমে ছেলেমেয়েদের প্রশিক্ষিত করা হবে। যেন তারা একটা লেভেলে গিয়ে পৌঁছাতে পারে।
এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল কে আরও উন্নত করার লক্ষ্যে, এই পাঠশালা তার কার্যক্রম কে পরিচালিত করবে।
আসুন ১ লা মার্চ বৈকাল ৫ টায়।
সকলের সাদর আমন্ত্রণ।
আসুন। এগিয়ে আসুন। আশাকরি শুভবুদ্ধি সম্পন্ন
No comments:
Post a Comment