তেপান্তর।
তেপান্তর নাট্য গ্রাম। এক সৃষ্টি।
" সৃষ্টি সুখে, সৃজন আনন্দে " গড়া এই নাট্যগ্রাম।
দলগত প্রচেষ্টা। দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম।
তেপান্তর তার ফসল।"
আমাদের আনন্দ নিকেতন।
আপনারাও আসুন। উপভোগ করুন।
যদি এখনও এখানে না এসে থাকেন
অবশ্যই এই শীতে একবার আসুন।
তারপর তো দোল মেলা আছেই।
যাঁরা হৈ হট্টগোল এড়িয়ে একটু নিরিবিলি তে
নিজের সময় কাটাতে চান তাঁদের জন্য চমৎকার এক জায়গা।
আসুন। থাকুন এখানে। চারপাশ ঘুরে দেখুন।
আর যদি আমার কাছ থেকে চারপাশের গল্প ইতিহাস টা শুনে নিয়ে বের হন বেড়ানো টা অন্যরকম হয়ে যাবে।
আসুন। ভালো লাগবেই।
** পশ্চিম বর্দ্ধমান এর কাঁকসা থানার, অযোধ্যা বনকাটি এলাকা র সাতকাহনিয়া গ্রামে এই তেপান্তর নাট্য গ্রাম। নিকট বর্তী বাসস্টপ পানাগড় মোরগ্রাম হাইওয়ে র উপর এগারো মাইল।
গুগুল ম্যাপে দেখুন।
যোগাযোগ, বুকিং। তাপস চ্যাটার্জি। নং 95630 14447
** বন্ধুরা পোষ্ট টি শেয়ার করুন। এই অনুরোধ।
আজকের আনন্দবাজার পত্রিকার জেলার পাতার কড়চা য় তেপান্তর কে নিয়ে লেখা।
ধন্যবাদ আনন্দবাজার।
সামান্য ত্রুটি। রঘুনাথপুরের সাতকাহনিয়া নয়।
No comments:
Post a Comment