Saturday, 1 March 2025

ইলামবাজার ঃ পাঠপ্রতিক্রিয়া

ইলামবাজার। 
আমার জীবনের অনেক খানি জুড়ে। তাই ইলামবাজার কেন্দ্রিক একটা বই হোক এ ইচ্ছা আজকের নয়। 
 সেই কোন বালকবেলায় খুঁজে পেয়েছিলাম আরস্কাইন সাহেবের ভগ্ন কুঠিবাড়ি আর তাঁর পরিবারের সমাধিস্থল। 
  সেই বয়সেই আমাকে ভাবিয়েছিল 
 " কোথায় জন্ম আর কোথায় মৃত্যু "
 প্রায়ই সেই সমাধিস্থলে যেতাম। বসে থাকতাম। 
 ব্রাহ্মণ পাড়ার মন্দিরগুলোর টেরাকোটা কাজ গুলো র দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। 
 গৌরাঙ্গ মন্দির এর কাজ দেখতে দেখতে হাট 
 করতে ভুলে যেতাম। 
  ঐ সমাধিক্ষেত্র, ভগ্ন দালান, মন্দিরের সামনে এলে আমার মনে হত ইতিহাস এর মুখোমুখি হয়েছি। 
 সেই ইতিহাস এর কিছুটা আছে  
 আমার বই ' এলেমবাজার নীলামবাজার ইলামবাজার "। 
 এবারেই কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে। 
আপনারা সহযোগিতা করলে পরবর্তী সংস্করণ টি আরও শোভন, সুন্দর, বর্ধিত আকারে করতে পারব। 
 পরিবেশক  ঃ অক্ষরযাত্রা প্রকাশনী , কলাবতী মুদ্রা র পক্ষে    আনন্দগোপাল হালদার কে ফোন করুন। নিজের কপির অর্ডার দিন। বাড়িতে বসেই বই টি পাবেন।* * ফোন নং  9474907307  *
বন্ধুদের সহযোগিতা কামনা করি।

পুনঃ। কিছু কপি আনানোর চেষ্টা করছি। 
তেপান্তর নাট্য গ্রাম থেকেই পাওয়া যাবে।

মাননীয়া Suchandra Chakravarty এই বই পড়ে 
তাঁর পাঠপ্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁকে আমার  ধন্যবাদ জ্ঞাপন করছি 

শ্রদ্ধেয় প্রণববাবু, আপনার  সুস্থতা কামনা করি । গতকাল আপনার বইটি পেয়েছি এবং আগাগোড়া পড়েছি। অত্যন্ত সুখপাঠ্য আর আবেগপ্রবণ লেখা। ঐ অঞ্চলের মাটির প্রতি আপনার টান, আর imaginative sympathy আপনার ইতিহাস চর্চাকে উদ্বুদ্ধ করেছে। Hunter, O'Malley, Birbhum Bibaran, সব আমার পড়া থাকলেও আপনার লেখনীতে আবার সরস প্রাণ পেয়েছে ঐসব ইতিহাস। সাধারণ পাঠকের কাছে এরকম গল্পচ্ছলে ইতিহাস জানা খুবই আকর্ষণীয়। আপনাকে এইজন্য অভিনন্দন জানাই। 
ইতিহাস ছাড়াও, আপনি কথায় ছবি আঁকেন। তাই ইলামবাজারের হাটের ও সেখানের গৌরাঙ্গ মন্দিরের বর্ণনা পড়ে আমার নিজের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে অসুবিধা হয়নি। দেড় বছর আগে গিয়েছিলাম। ইস্ তখন যদি আপনার সঙ্গে যোগাযোগ হত! আরও চল্লিশ বছর আগেকার স্মৃতি উঠে এলো আপনার লেখায় শ্রীনিকেতনের কাছে নীলকুঠির ভগ্নাবশেষের কথা পড়ে। আজ কেউ ঐ 'নীলসাহেবের কুঠী'র হদিস ও জানেনা।

আরস্কাইন সাহেবের সমাধি ক্ষেত্রে র ছবি তুলেছিলেন প্রখ্যাত শিল্পী মুকুল দে। এই ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছেন শ্রী সত্যশ্রী উকিল দা। তাঁকে ধন্যবাদ জানাই

No comments:

Post a Comment