Tuesday, 26 June 2018
বীরপূজা ২
পরপৃষ্ঠা------- বীরপূজা
আমরা আলাদা। আমরা বাগ; ব্যগ্রক্ষত্রিয় - বাগদী। আমরা অনেক যুদ্ধ করেছি। হয়েছিলাম রাজা। বাগদী রাজা। বিষ্ণুপুরের রাজারা আমাদের ই লোক।
আমাদের জাত আলাদা। আমরা উঁচু।
আমরা সেন পাহারীর মুচি। আমাদের নাম শুনলে ভয়ে জান কতজনার শুকিয়ে যেত।
বলে কয়ে ডাকাতি করতাম। ছিল আমাদের বাহিনী।। আলাদা দাম ছিল তার। বিশেষ ডাক ছাড়া আমরা বেরুতাম না।
আমাদের আলাদা এলেম ছিল।
আমরাও তাই। আমরা হাঁড়ি।আমরাই তো সর্দার। আমাদের চেয়ে ওস্তাদ আর কে?
আমরা ডোম। পাঁচ টা থাক আছে আমাদের।আলাদা দাম পেয়েছিলামআমরা সেই কবে হাজার বছর আগে। আমরাই আগে যোগ দিয়েছিলাম বৌদ্ধ ধর্মে। আমরাই হয়েছিলাম পুরোহিত। হাতে ছিল তামার বালা।
আমাদের মেয়েদের ছাড়া তন্ত্র সাধনা হয়েছে না কি।
সে ছিল আমাদের এক আশ্চর্য দিন।
আমাদের ছাড়া যুদ্ধ করে কার সাধ্যি।
আগে আমি; বাগে আমি। আগে ডোম বাগে ডোম ঘোড়াডোম সাজে। আঁকুড়ে ডোম।
যূদ্ধ ই আমাদের পেশা। আমাদের চেয়ে বড় যোদ্ধা
আর কারা ছিল।
হ্যাঁ বাইরেও যেতাম। তেমন ডাক পেলে।
খাতির চাই। সে যুদ্ধ করতে ত্রিপুরা রাজাদের ডাকে গিয়েছি। আবার বড় বড় দিঘী কাটতে ও বছরের পর বছর সেখানে থেকেছি। রাজত্ব আগলেছি।
আমরা কালু ডোমের বংশধর। সেই বীর কালু।
আপনারা জানেন ধর্ম্মমংগল কাব্যে আছেন।সে সহায় না হলে কি লাউসেন পারত ইছাই ঘোষ কে হারাতে। কি শেষ করতে। লাউসেন এই এলাকার বন জংগল ; পথঘাট কিবা জানত।
আমি লোকজন নিয়ে পথ দেখিয়ে নিয়ে এসেছিলাম।
ঐ অজি মানে অজয় নদী কে চেনা সহজ ব্যাপার নয়। বড় বড় নৌকো চলে। জল গভীর। জলে ঘূর্ণি। প্রবল টান।
তো লাউসেন নদী র এপারে মানে উত্তরে আমাদের গাঁ য়ের কাছেই তাঁর শিবির পাতলেন। জয়দেব কেন্দুলী র কাছেই আমাদের গাঁ। সুগড়। পরে রাজারা গড় বানিয়েছিলেন।
তো ভীষণ যুদ্ধ হল। কত সৈন্য যে মারা গেল।
রক্তগঙ্গা বইল। ' রক্তনালা' দিয়ে সে রক্ত গড়িয়ে গেল। নদী পেরিয়ে যারা গিয়েছিল তারা আর কেউ ফেরেনি। ঐ' কাঁদুনে ডাঙ্গা' তেই সব শেষ। গড় পর্যন্ত
আর কাউকে পৌঁছতে হয়নি।
ইছাই এর গড়। সে দারুন শক্ত পোক্ত গড়।
মোটা মোটা পরপর মাটির ; ইঁটের তিনটে পাঁচির। ভেতরে ঢুকি সাধ্য কার।
ভিতরে ' ঢেকুর গড়'। কামারদের তৈরী। ঐ ঢোকরা কামার। যেমন ধারালো তাদের অস্ত্র।
লোহাগুড়ি তে তাদের প্রধান আস্তানা।
ইছাই এর গড় ভেদ করা সোজা নয়।
তারপর ইছাই তন্ত্রবলে বলীয়ান। তাঁর আরাধ্যা দেবী' শ্যামারূপা'। তাঁর বর আছে।
-------------- পরপৃষ্ঠায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment