Tuesday, 26 June 2018
বিখ্যাত সেই যাত্রার আসর
রূপাই চণ্ডী তলা : যাত্রাপালা র আসর
--------------------------------------------প্রণব ভট্টাচার্য
নামটা কি চেনা চেনা। হয়তো বা। কেন না এই রকম চণ্ডী তলা দিয়ে নাম তো আর ও আছে কি না।
যাইহোক এই চণ্ডী তলা বসুধা মৌজা য় ; থানা- কাঁকসা ; প: বর্ধমান।
এখানে দেবী চণ্ডী - রূপাইচণ্ডী। তন্ত্রমতে তাঁর পূজা। নিত্যপূজা ছাড়াও চৈত্র সংক্রান্তি তে তাঁর বার্ষিকী বিশেষ পূজা অনুষ্ঠান।
বৈশাখের ৩ তারিখ থেকে কলকাতার যাত্রাদল এর
পালাগান।
এলাকার মানুষ সারা বছরঅপেক্ষায় থাকেন। এই যাত্রা দেখার জন্যে।চারদিক থেকে মানুষজন ছুটে আসেন।কমপক্ষে দু তিন হাজার মানুষ। চারদিকে মানুষ আর মানুষ।রূপাই দহের পাড়ে ; ঝোপের ধারে।এমন কি গাছের উপরে ও।
তখন তো ঘন জংগল। বড় বড় অর্জুনগাছ। পলাশের ঝোপ।আরো কত গাছপালা।
এই এখানের যাত্রা পালাগানের আসর বসছে- সে তো অনেকদিন থেকে ই।
প্রায় একশ বছর হতে চলল।
কে না এসেছেন এখানে? নামী কোন না দল।
প্রায় সবাই। রথী - মহারথী সব
যাত্রা অভিনেতা অভিনেত্রী রা। কত বড় বড় সব নাম।ছোট ফণী ; বড় ভোলা; ছোট ভোলা; পান্না চক্রবর্তী ; গুরুপদ ঘোষ; দ্বিজু ভাওয়াল;শেখর গাঙ্গুলী; জ্যোৎস্না দত্ত; গুরুদাস ধাড়া; রাখাল সিংহ;নির্মল মুখার্জী ইত্যাদি ইত্যাদি সব নাম।
পৌরাণিক পালা ই বেশী হত। পরে এল সামাজিক পালাগান।ঐতিহাসিক পালা ও হয়েছে অনেক।
প্রাচীন তম সত্যম্বর অপেরা র বাঁধা আসর।
অত মানুষ। পেট্রোম্যাক্স; হ্যাজাক এর আলো।তখন মাইক নাই। খোলা গলা য় গান।
মানুষ মন্ত্রমুগ্ধ এর মতো শুনেছে- দেখেছে।।
রাত এগারো টায় শুরু হয়ে সেই ভোর রাত।
সারা রাতের আনন্দ অনুষ্ঠান।
এলাকার এই ঐতিহ্য এখন ও বেঁচে আছে।
তবে সেই যাত্রা আর নেই।সব দিক দিয়েই তার মান নেমে গেছে।
_-----+-------------------------------+-----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment