Tuesday, 26 June 2018
সিং দরজা
----------------- প্রণব ভট্টাচার্য
অনেক জমি জায়গার মালিক সম্পন্ন গ্রামীণ গৃহস্থ
পরিবার গুলির গৃহসমষ্টির মূল দরজা দেখেই বোঝা যেত তাদের আভিজাত্য।
রাজবাড়ি র সিংহদুয়ার ই তাঁদের প্রেরণা।
রাজা না হোক ছোট ;বড় ;মাঝারি ;জমিদার তো বটে। মনে তো গর্ব আছেই। হ্যাঁ - মেজাজ টা ও।
তাই ঠাকুর দালান ; ঘরবাড়ি সমেত সীমানা প্রাচীরের মাঝামাঝি সিংদরজা।
পশুরাজ সিংহ। সর্বময় কর্তৃত্ব তার। দরজার উপরে দুপাশে তার মূর্তি না থাকলে কি নিজেদের চেনানো যায়!
অন্যরকম ও যে হতনা তা নয়।
মূল পরিবার ভাঙতে ভাঙতে ; জমি জায়গা হারাতে হারাতে সেই সব পরিবার গুলির এখন জীর্ণ দশা।
পুরোনো স্মৃতি ই সম্বল।
ঐ দরজার দিকে তাকালে - অনেক কিছুই মনে ভিড় করে আসে তো বটে ই।
-------------------_-------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment