Tuesday, 26 June 2018
ইছাই ঘোষ
প্রতিবাদী ইছাই ঘোষ
মোটামুটি হাজার বছর আগের কথা।
গৌড়ে তখন পাল রাজা দেবপাল।
অজয় তীরে রাঢ়বঙ্গে সীমান্ত রক্ষার
জন্য গড়। গড়ের দায়িত্বে কর্ণসেন।
বাবার সাথে গড়ে যাতায়াত ছিল ইছাই এর।
কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন ইছাই।
গড়ে তুললেন নিজস্ব সৈন্যদল। বাউরী বাগদী হাঁড়ি ডোম ঘরের যুবক ছেলে দের নিয়ে।
অতর্কিত আক্রমণে গড় দখল করে নিলেন। কর্ণসেন পালিয়ে বাঁচলেন।
ইছাই গড়ে তুললেন তাঁর রাজত্ব। সমগ্র গোপভূমি জুড়ে।
তিনি হলেন ' মহামাণ্ডলিক'। 'রাঢ়াধীপ'।
ইছাই ছিলেন তান্ত্রিক। তাঁর আরাধ্যা দেবী ভগবতী শ্যামারূপা। দুর্গা মন্ত্রে এখন ও তাঁর পুজা হয়। এই দুর্গাপূজা র সময়। তিনি ' গড়ের দেবী'।
ইছাই তাঁর গড়ের নাম রেখেছিলেন শ্যামারূপা গড়। তাই ' ঢেকুর গড়' বা ত্রিষষ্টি গড়।
রামগঞ্জ তাম্রশাসন এর ঈশ্বরী ঘোষ ই
ইছাই ঘোষ।
তাঁকে আমরা ' ধর্ম্মমঙ্গল' কাব্যেও পাব।
প্রণব ভট্টাচার্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment