Tuesday, 26 June 2018
নদীগর্ভ
নদীগর্ভ - মাতৃ গর্ভ
--------------------প্রণব ভট্টাচার্য
নদী র সাথে নারী র মিল যে আছে এটা মানুষ অনেকদিন আগেই বুঝেছে।
আর নারী সে তো মায়ের মতোই।
লালন পালন করে।আর জলইজীবন - সে বোধ
তো প্রায় সাথে নিয়েই জীব জন্মায়।
আর যেদিন চাষ শিখল। বুঝলো জলের মর্ম।
সারা বছর জল দেয়। বয়ে যায়। বয়ে আসে। নদী সে বড় অবাক করা ব্যাপার।
নদী গর্ভ মাতৃগর্ভ এর মতো।
সেখানে কর্ষণ পাপ।
এই ধারনা খুব পুরোনো। মানুষ নদী গর্ভে চাষ করেনি।
আজ আর সে দিন নাই।
চরায় চাষ তো করছেই। এতোদিন চরা ছেড়ে
নীচে নামেনি। এখন তো সেই সব চরা অতি উর্বর জমি হয়ে গেছে। তিনবার চাষ হচ্ছে।
কিন্তু জমি তো বাড়েনা। মানুষ বাড়ে। আর যাদের সব ঘরে বাড়ে তারা আর কি করবে চাষ ছাড়া।
যদি হাতের কাজ শিখত ; শেখানোর ব্যবস্থা থাকত; ছেলে মেয়েদের হাতে কাজ থাকত ; কল কারখানা যদি হত -
অতএব সেই চাষ। এই বোরো মরশুমে ধান বর্ষা র চেয়ে ভাল হয়।
কিন্তু জমি। না। সে তো আর নেই। সব বসে গেছে। কেউ ছাড়তেই চায়না।
----- পরেরপাতায়-----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment