ক্রন্দন। The Cry
ক্ষত। The Wounds
ঘুরে ফিরে মনে পড়ে সেই সব মুখ
ক্ষত আর ক্রন্দনের গভীর অন্ধকার মাখা
আর অন্ধকার উচ্চারিত হলেই
যিনি এসে বসেন সামনে
জীবন তৃষার সেই অমোঘ কবি
অবধারিত ভাবেই
রূপ তার কবেকার ঘণ অন্ধকার
শত সহস্র বৎসরের ওপার থেকে
ভেসে আসে ক্রন্দন রোল
দেখা দেয় সেই সব ক্ষত বিক্ষত দেহ
তিনি আর ' পাইন ' দেখেছিলেন
সে কি মাত্র শুধু ছবি ; ভাস্কর্য বা কবিতা
গভীর ভিতরে তার নিরুপায় রক্ত ক্ষরণ।
বুকের ভিতরে একটা ভাঙ্গা দেয়াল পুরেই
যার জন্ম
সে কি না দেখে পারে হায়
চির বিস্মৃতির অন্ধকারে চলে যাবে জানি একদিন
আমি তার আগে দেখি শুধু জ্বালা ধরা চোখে
No comments:
Post a Comment