Saturday, 8 January 2022

সিউড়ি। রঘুনাথ মন্দির।

আজ সারাদিন কাটল বীরভূমের সদর শহর 
সিউড়ি তে। আজ ২৭/১১/২১। বীরভূম সাহিত্য পরিষদের সভা কক্ষে। 
রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 
উপলক্ষ  " বীরভূম আর্টিশানি "। 
তাদের গালা এবং বাটিক কর্মশালা। বিকেল সাড়ে তিনটে থেকে প্রদর্শনী এবং আলোচনা সভা। 
 সঠিক ভাবেই " বীরভূম আর্টিশানি " আজকের দিনটি বেছেছিল। সচেতন ভাবেই। 
 আমার বলার বিষয় অবশ্য  গালা শিল্পের অতীত ঐতিহ্য এবং ইলামবাজার। 
 প্রশিক্ষক সুরুলের ইউসুফ ভাই। 
দুপুর বেলায় হাতে সময় ছিল। আমি কি আর খুঁজে পাব  ৪৫ বছর আগের  আমাদের সেই সিউড়ি কে! 
 তবু টোটো নিলাম। দুই ভদ্রলোক যথেষ্ট সাহায্য করলেন। তা না হলে টোটো র ছেলেটি খুঁজেই পেতনা। যাই হোক শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালাম 
 আমার সেই অতীত বেলায় দেখা সেই মন্দিরের সামনে। অনেক ক্ষণ ধরে দেখলাম। 
 গেট তো বন্ধ ছিল। কি করি। 
 আর এক ভদ্রলোক সাহায্য করলেন। তাঁর কাছে চাবি ছিল। সব শুনে খুলে দিলেন। 
 সোনাতোড় পাড়া যথেষ্ট পুরনো। 
 সে পুরনো সিউড়ির গল্প যদি শুনতে চান বলব পরে। সোনাতোড় পাড়ার এই মন্দির টির কাজ দেখুন আজ শুধু

No comments:

Post a Comment