Wednesday, 5 January 2022

সিঁড়ি তুই অঙ্ক জানিস

সিঁড়ি তুই অঙ্ক জানিস 
 ঐ যে সেই ছোট বেলায় 
 অঙ্ক করতে হত 
 সিঁড়ি ভাঙ্গা সরল 

আমার মা না কি 
 বলতো 
 সরল নয়
গরল 

 রোগ শয্যা থেকেই সে আবার 
 গরল কে সরল করে দিতে পারত

 অঙ্কে গাঁথা সিঁড়ি রে

 তুই এক অবাক চোখের 
 বালক কে দেখেছিস

No comments:

Post a Comment