Wednesday, 5 January 2022

ছবি তুমি কথা বল

ঢুকবেন
ভিতরে 
উঠে গেছে সিঁড়ি 
 দোতালায় 
 নেমে গেছে নীচে 
 গোপন সুড়ঙ্গ 
   
 গুপ্ত কক্ষে 
 
আর কদিন পরেই 
 দেয়াল ভাঙ্গা হবে 

এই তার শেষ ছবি
 ছবি তুমি ই কথা 
 বল

No comments:

Post a Comment