এসব জায়গায় নিজেকে অন্যভাবে খুঁজে পাই।
আর সে যেকি অসম্ভব ভয়ংকর ব্যাপার
এখন সুরুল বল্লভপুর জঙ্গলে র মধ্যে
চীপ সাহেবের কুঠিবাড়ি র ভগ্নাবশেষ খুঁজে পাওয়া
শাল জঙ্গলে র নীচে শুকনো ঝরা পাতা
কাঁটাঝোপ
প্রতি মূহুর্তে চন্দ্রবোড়া র ইঙ্গিত
কি করে যে পেরেছিলাম
বোধহয় প্রিয়ব্রত র মতো যুবক ছাত্র সাথে ছিল বলে। তারুণ্য সঞ্চারিত হয় তরুণ দের সাথে থাকলে
আমি ওদের উপর আস্থাশীল
নানা জায়গায় তারা নিজেদের মতো করে আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করছে
আমি বলি এসো একত্রিত হই
আমাদের সংগঠন চাই
আমরা যারা গ্রামে থাকি
আমাদের মাথার উপরে কিছু নেই কেউ নেই
যাঁরা পারতেন তাঁরা নিজেকে নিয়ে ব্যস্ত
হ্যাঁ প্রতিষ্ঠা পেতে কে না চায়
ধন জন মান
কিন্তু আমাদের বা তোমাদের কি হবে
সংগঠন ছাড়া নিজেদের জন্য বলার অন্য কেউ থাকেনা থাকেনি
তাই ইতিহাস
এসো গড়ে তুলি প্রস্তুতি নিই
চাই সংগঠন
তোমার কথা কেন অন্যে বলবে
কেন তোমাকে প্রশাসন চিনবে
কেমন করে জানবে তুমি কাজ করো প্রাণের টানে
চাকরি নয় ভালোবাসা
ভালোবাসার চাকরি হয়না
ডাক দিয়ে যাই
এসো তরুণের দল
No comments:
Post a Comment