Wednesday, 2 November 2022

কবিতা এক।

।।  ছিঃ ।। 
 প্রণব ভট্টাচার্য 

 সারা সকাল টা পান্নালাল দিয়ে ধুলাম 
 কিন্তু না  
 লাইসা আহমেদ লিসা বা ইফফাত আরা  প্রতিমা র সাথে 
 অনেক টা হাঁটলাম নিমগ্ন  নদীতীরে 
  সবুজ ঘাসের উপরে স্নিগ্ধ শিশির 
  রবীন্দ্র গান  রাজেশ্বরী 
 তবুও না 
 বাড়ল বিষাদ  যূথিকা আর বাড়াবেন না 
 আখতারী বাঈ        ফিরে যান 
 কোথায় ফিরি বেগম 
 দেবব্রত র ঘরে ঢুকলাম   বাইক টা কোথা 
 আমাকে পিছনে নিয়ে একবার ছোটাবেন 
  আর আমি হেঁকে ডেকে বলব " কেন চেয়ে আছো গো মা "
 সাইগল আপনার পিছনে চেপে ছোটার ইচ্ছে
 অনন্ত ছোটার তাড়না নিয়ে 
 " খেলা ভাঙার খেলা শুরু হোক " এবার 
 চলুন একবার গণেশ পাইনের কাছে যাই 
 জীবনানন্দ কি হাঁটছেন রাসবিহারী দিয়ে 
 পাইন আঁকুন সাতটি তারার তিমির 
  আপনিই পারেন   একমাত্র 
  আপনি চেনেন ওঁকে 
  কেউ কাউকে চিনিনা অন্ধকার অবাক 
  যাতে কেউ দেখতে না পায়     খোলস মুগ্ধ 
  সুভদ্র জন 
  এতবার এতবার ছিঃ বললাম 
  নিজের ভিতরে  ছিঃ ছিঃ 
  কিছুতেই ঠিক ছিঃ বলা হলনা 
  কোথা যাব  কোন স্থলে এই বিবমিষা নিয়ে -
 ------------ ------------ ------------ ------------ ------------ 
হয়তো কবিতা 
 না কবিতা  বা

No comments:

Post a Comment