Friday, 22 January 2021

ক্ষত The Wounds। ক্রন্দন The Cry

ক্রন্দন। The Cry 
ক্ষত। The Wounds 
ঘুরে ফিরে মনে পড়ে  সেই সব মুখ
ক্ষত আর ক্রন্দনের গভীর অন্ধকার মাখা 
আর অন্ধকার উচ্চারিত হলেই 
যিনি এসে বসেন সামনে
 জীবন তৃষার সেই অমোঘ  কবি
 অবধারিত ভাবেই

রূপ তার কবেকার ঘণ অন্ধকার 
শত সহস্র বৎসরের ওপার থেকে 
ভেসে আসে ক্রন্দন রোল 
দেখা দেয় সেই সব ক্ষত বিক্ষত দেহ

তিনি আর ' পাইন ' দেখেছিলেন 

সে কি  মাত্র  শুধু ছবি ; ভাস্কর্য বা কবিতা 

গভীর ভিতরে তার নিরুপায় রক্ত ক্ষরণ।  
বুকের ভিতরে একটা ভাঙ্গা দেয়াল পুরেই 
যার জন্ম 
 সে কি না দেখে পারে হায়

চির বিস্মৃতির অন্ধকারে চলে যাবে জানি একদিন 
 আমি তার আগে দেখি শুধু জ্বালা ধরা চোখে

1 comment: