Monday, 18 January 2021

অষ্টভুজ নটরাজ

কোথায় যে ছিল তোমার আলয় 
 এই পথিপার্শ্বে 
 নবীন পবিত্র বোধিদ্রুম তলে 
আসন বিছানো আজ 
 ' সভাপতি হে  ' 'নটেশ' ' নটরাজ '
 অষ্টভুজ কমনীয় দেহচ্ছন্দ 
গভীর গম্ভীর আনত আনন  মন্ডল
 আত্মসমাহিত মগ্নচৈতন্য 

সে কি কোন আগামীর সংকেত - -

হে রুদ্র  মহাকাল 
' মহাপ্রলয়ের হে নটরাজ '

বহুদূর ইলোরার কৈলাসে র এই রূপ নিয়ে 
কখন এখানে এলে আমার এ রাঢ়ভূমে

No comments:

Post a Comment