Thursday, 7 January 2021

তেপান্তর সাংস্কৃতিক উৎসব

হয়তো তেপান্তর এ আসছেন।  পানাগড় স্টেশন এ নেমেছেন। ছোট্ট স্টেশন। একটু চোখ বুলিয়ে নিন।  মনে করুন সেই১৮৫৫ সাল। এই রেল পথেই প্রথম রেল গাড়ি চলেছিল। হাওড়া- রানীগঞ্জ।স্টেশন - পানাগড়। ' পানাগড় ' নিজেই এক বড় গল্পকথা। তার গড়ে ওঠার ইতিহাস। যাইহোক বাসস্টপ এ আসুন। দুর্গাপুর- বোলপুর বাসে চাপুন।সবচেয়ে ভালো  দার্জিলিং মোড় এ চলে আসুন। পানাগড় - মোরগ্রাম হাইওয়ে। স্টেট  বাসে চাপুন।১১ মাই ল স্টপেজ এ নামবেন।মজার নাম। কি বলুন।এগারো মাইল। পানাগড় থেকে এগারো মাইল দূরে।   পানাগড় পার হয়ে কিছু পরেই জংগল শুরু। ধোবারুর জংগল। আর একটা নাম ; সাত কাটার জংগল।  এক সময়  তো চোর ডাকাত ঠ্যাঙারে দের উৎপাত ছিল ই আবার জঙ্গলে র মধ্যে আছে দ্বিতীয় মহাযুদ্ধের কিছু স্মৃতি চিহ্ন।জংগল এর  ভিতর  পশ্চিম দিকে গ্রাম গাড়াদহ; রাজ কুসুম । কি সুন্দর নাম বলুন রাজকুসুম। পুবে গ্রাম ধোবারু।সব নামের মানে আছে।ইতিহাস লুকিয়ে আছে। এরপর গ্রাম ত্রিলোকচন্দ্রপুর। বর্ধমানের রাজার নামে।দোমড়া। সুন্দিয়ারা।প্যারীগঞ্জ। বর্ধমানের এক রানী র নামে। তেলিপাড়া। বেলডাঙা।আবার একটু জংগল। মাজুরিয়া- রঘুনাথপুর ব্রাহ্মণ গ্রাম। তারপর ১১ মাইল।সে এখন এক গঞ্জ। পানাগড় থেকে ১১ মাইল দূরে।সেই ১১ মাইল।  অনেক গল্প আছে। আসুন তেপান্তর এ।
আসছেন না কি ৮ - ৯ - ১০ জানু য়ারী ২০২১ তেপান্তর সাংস্কৃতিক উৎসবে। 
আসুন। থাকুন। ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে। 
 উপভোগ করতে পারবেন। 
 আসুন নতুন বছরে একসাথে সবাই মিলে একটু 
 আনন্দ করি। 
 আমার সাথে বসে এই এলাকার কথা ও কাহিনী 
 শোনার যদি অবসর হয় -

সকলকে ২০২১ এর প্রীতি । শুভেচ্ছা। ভালোবাসা।

No comments:

Post a Comment