হারিয়ে তো যাবেই।
দিন গুনছে।
আজ হোক আর কাল।
রক্ষা কি করা যেতনা
যেত বৈ কি
কিন্তু কি হবে একে রক্ষা করে
অথচ একদিন ছিল
এগুলি ই আমাদের সব গাঁ ঘরের
অলংকার
ঝোঁপ ঝাড় গুলো কে ও পরিষ্কার
করে দিতে বড় গা য়ে বাজে
তার চেয়ে বরং ওর দেয়ালে ঘুঁটে দিই
এক প্রবীন বললেন ' কার গরজ '
গাণ্ডাদহ। এখনকার গাঁড়াদহ গ্রাম
পানাগড় থেকে ইলামবাজারের দিকে যাচ্ছেন
জঙ্গল শুরু হল। ধোবারুর জঙ্গল
' সাত কাটার জঙ্গল ' ও বলে লোকে
চোর ডাকাত ঠ্যাঙাড়ে দের উৎপাত তো
ছিল সে একসময়
তবে সে অনেক দিন আগের কথা
আছে যেমন থাকে অনেক গল্পকথা
জঙ্গলের গা য়ে গা লাগিয়ে সুন্দর গ্রাম
সম্পন্ন কৃষকেরা আছেন
হিন্দু মুসলমানের মিলিত বাস
সুন্দর এক আদিবাসী পাড়া
শান্ত নিরিবিলি জীবন
সেখানের এক বিষ্ণু দালান
শেষ বিকেল সন্ধ্যা নেমে আসছে
No comments:
Post a Comment