Monday, 25 January 2021

মাটির প্রদীপ। আঞ্চলিক ইতিহাস। প্রণব ভট্টাচার্য এর লেখালেখি https://m.facebook.com/story.php?story_fbid=769140770358503&id=115854079020512ফেসবুক পেজ। একই নাম। মাটির প্রদীপ। আঞ্চলিক ইতিহাস। প্রণব ভট্টাচার্য এর লেখালেখি। এখানেও আমার অনেক লেখা। সবই আঞ্চলিক ইতিহাস এর কথা ও কাহিনী। ভালো লাগলে পড়বেন। আর তেপান্তর নাট্য গ্রামে এলে আমার খোঁজ নেবেন। যদি গল্প শুনতে ভালোবাসেন। শুনবেন। একটা সেশন থাকে। আবার যেতে যেতেও হয়। সবাই কে সঙ্গ দিতে আর পারিনা। চেষ্টা করি। যাঁরা তেপান্তর নাট্য গ্রামে এসে থাকেন। চারপাশ ঘুরে দেখেন। অনেক কিছু দেখার। আর আমি সঙ্গে থাকলে দেখাটা যে অন্য রকম হবে - সে টা পেশাদার ট্যুর অপারেটর বা যাঁরা আমার সাথে ঘুরেছেন তাঁরা ভালোই জানেন। আসুন। আমাদের এই এলাকায়। অযোধ্যা বনকাটি। থানা কাঁকসা। প বর্ধমান। কাছের বাসস্ট্যান্ডের নাম ' এগারো মাইল ' পানাগড় মোরগ্রাম হাইওয়ে র উপর। আসুন তেপান্তরে। থাকুন এখানে। চারপাশ ঘুরুন। আশা করি আপনার অন্য রকম অভিজ্ঞতা হবেই হবে।

https://m.facebook.com/story.php?story_fbid=769140770358503&id=115854079020512

ফেসবুক পেজ। 
একই নাম। 
মাটির প্রদীপ। আঞ্চলিক ইতিহাস। প্রণব ভট্টাচার্য এর লেখালেখি। 
এখানেও আমার অনেক লেখা। 
সবই আঞ্চলিক ইতিহাস এর কথা ও কাহিনী। 
ভালো লাগলে পড়বেন। 
আর তেপান্তর নাট্য গ্রামে এলে আমার খোঁজ নেবেন। যদি গল্প শুনতে ভালোবাসেন। 
শুনবেন। একটা সেশন থাকে। আবার যেতে যেতেও হয়। 
সবাই কে সঙ্গ দিতে আর পারিনা। 
চেষ্টা করি। যাঁরা তেপান্তর নাট্য গ্রামে এসে থাকেন। 
চারপাশ ঘুরে দেখেন। 
অনেক কিছু দেখার। 
আর আমি সঙ্গে থাকলে দেখাটা যে অন্য রকম হবে - সে টা পেশাদার ট্যুর অপারেটর বা যাঁরা আমার সাথে ঘুরেছেন তাঁরা ভালোই জানেন। 
আসুন। আমাদের এই এলাকায়। 
অযোধ্যা বনকাটি। থানা কাঁকসা। প বর্ধমান। 
কাছের বাসস্ট্যান্ডের নাম ' এগারো মাইল ' 
পানাগড় মোরগ্রাম হাইওয়ে র উপর। 
আসুন তেপান্তরে। থাকুন এখানে। চারপাশ ঘুরুন। 
আশা করি আপনার অন্য রকম অভিজ্ঞতা হবেই হবে।

No comments:

Post a Comment