Monday, 25 May 2020

বনকাটি


অযোধ্যা - বনকাটি।
থানা কাঁকসা জেলা পশ্চিম বর্ধমান।
সেন পাহাড়ী পরগনার সর্বোত্তম টেরাকোটা অলংকরণ সমৃদ্ধ গোপালেশ্বর শিব মন্দির
১৭৫৪ শকাব্দে নির্মিত।
এখানকার জমিদার ধনী লাক্ষা ব্যবসায়ী
মুখোপাধ্যায় পরিবার তাঁদের প্রাসাদের সম্মুখে
নির্মাণ করিয়েছিলেন এই মন্দির
এবং কয়েকবছর পর বিখ্যাত পিতলের রথ
রথের কথা অনেকে বলেছেন
আমিও বলেছি লিখেছি
কতজন কে এখানকার কত গল্প শুনিয়েছে
কথক ঠাকুর
২০১৯ জুড়ে অনেকবার
২০২০ তে আসুন। তেপান্তর নাট্যগ্রামে থেকে
ঘুরতে পারেন আশেপাশে
অনেক কিছু দেখার
গড় জঙ্গল  ইছাই ঘোষের দেউল বনকাটি অযোধ্যার মন্দির রাজি  কালিকাপুর মৌখিরার
মন্দির প্রাসাদ ঐশ্বর্য
অজয়ের ওপারে ইলামবাজার
তার আর ঘুড়িষা র মন্দির কি না দেখে পারেন
এতটাই যদি হয় জয়দেব কেন্দুলীর বিখ্যাত
রাধাবিনোদ মন্দির
নিশ্চয়ই হবে
আসবেন
আনন্দ পাবেন
সব বন্ধুকে
শুভেচ্ছা    ভালোবাসা







1 comment:

  1. অবশ্যই যাবো। তবে ওখানে থাকার কি ব্যাবস্থা আছে সেগুলো খোঁজ দিলে সুবিধা হবে।

    ReplyDelete