Saturday, 16 May 2020

সামান্য কিছু নিজের কথা

নিজের কথা
সে আর কি বলব বলুন
সামান্য মানুষ। আঞ্চলিক ইতিহাস
আমার চর্চাক্ষেত্র। বৃহত্তর পরিধিতে নয়
পরগনা সেনপাহাড়ীর কাঁকসা জঙ্গল মহল
এখনকার থানা কাঁকসা। পশ্চিম বর্ধমান।
এবং প্রতিবেশী এলাকা আউসগ্রাম এর জঙ্গল মহল
আমাদের উত্তরে অজয়। আমাদের এক পা এপারে
আর এক পা ওপারে। একদিন এপার ওপার করতে না পারলে যে কি কষ্ট - সে অন্যেরা বুঝতেই পারবেনা। যেমন আমাদের ই শিবপুর নবগ্রাম আর ওপারে জয়দেব কেন্দুলী। একদিন পারাপার না করতে পারলে কত যে অসুবিধা। এই আমরা এই
অযোধ্যা বনকাটি এলাকার মানুষেরা - আমাদের ওপারে ইলামবাজার। হাট বাজার। নিকটতম গঞ্জ।
বিকালে আমরা কত জনাই বেড়াতে যাই। আমাদের টান তো বীরভূমের প্রতি ই। আমরা বোলপুরে র দিকে ই বেশী যাই। পড়াশোনা বাজার।
পানাগড় দুর্গাপুর যে আমরা যাইনা তা নয়। প্রায়ই যাই। কিন্তু দিন প্রতিদিনের জন্যে আমাদের ইলামবাজার।
মোটামুটি আমার এই অযোধ্যা বনকাটি এলাকা এবং তার কুড়ি কিলোমিটার ব্যাসার্ধ এর এলাকা নিয়ে ঘোরাফেরা করি। অখ্যাত গ্রামের কোন ভগ্ন স্থাপত্য
খুঁজে বেড়াই। খুঁজি তার ইতিহাস। এখানেই আপনাদের শোনাই। খুব পরিচিত জায়গা গুলি নিয়ে তো অনেক লেখা পত্তর। নানা ব্লগ। সুন্দর সব ছবি। আমি সামান্য। সামান্যের প্রতি ই আমার আকর্ষণ। যাকে কেউ চেনে না। জানে না।
খুব ছোটো তেই আমার মনের গভীরে গেঁথে গেছে
' অঞ্জনা নদীতীরের সেই ভাঙা মন্দির খানি। আর আত্মীয় হীন সেই অন্ধ ভিখারি আর তার সঙ্গী ভক্ত লেজ কাটা কুকুর।
আর জন্মেছি সব হারানো এক গ্রামে। মাটিতে যার বিষাদ। বিষাদ বালক এক পথ হাঁটি কুয়াশা মাখা অতীতে।
অনেক নূতন বন্ধু এই সময় কালে যুক্ত হয়েছেন।
তাঁরা চেনেন না। তাই এই যৎসামান্য।
সকলকে শুভেচ্ছা। ভালোবাসা।

No comments:

Post a Comment