Saturday, 28 May 2022

গণপুর । এখানের মন্দিরের ফুলপাথরের কাজ

কি অসামান্য এখানকার ফুলপাথরের কাজ। 
 কি অপুর্ব সেই সব শিল্পী দের দক্ষতা। 
 শিল্পের প্রসাদগুণ তো উপলব্ধি র। 
 সেই আনন্দ তো ভিতরের। তাকে কি  শব্দে প্রকাশ করা যায় 
এটি গণপুরের দোল মঞ্চ 
কি মনোরম এর অলংকরণ 
  

No comments:

Post a Comment