Saturday, 28 May 2022

বনকাটি র পিতলের রথ। পশ্চিমবঙ্গ পত্রিকা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখপত্র 
'পশ্চিমবঙ্গ '
অনেক ধন্যবাদ সম্পাদক সুপ্রিয়া রায় এবং সংশ্লিষ্ট সকলকে।
 মার্চ - অক্টোবর ২০২১ সংখ্যায় ছাপা হয়েছে 
 আমার লেখা ' বনকাটির পিতলের রথ '। 
 আপনারা জানেন  যেখানে সুযোগ পাই 
 যে বা যাঁরা ই আমন্ত্রণ জানান আমি আমার এলাকার মানে প্রাচীন গোপভূম ; সেনপাহাড়ী পরগনা ; ইছাইঘোষ এবং তাঁর দেউল   ; কাঁকসা এবং আউসগ্রাম এর জঙ্গল 
মহলের মাটি মানুষের কথা এবং অজয়ের ওপারে ইলামবাজার 
 জয়দেব কেন্দুলী এবং সংলগ্ন এলাকার ইতিহাস 
 ঐতিহ্য কে তুলে ধরার চেষ্টা করি। লেখা য় বা বলায়। অনেকে আঞ্চলিক ইতিহাস এর গল্প শুনতে 
 ডাকেনও তো। 
 ধন্যবাদ সোমা ভট্টাচার্য কে। উনিই কলকাতা থেকে  পত্রিকা টি এনে দিয়েছেন আমার হাতে। 
 কি সুন্দর ছাপা। এবং ছবি গুলিও ছাপা হয়েছে 
 চমৎকার। 
 আপনারা যাঁরা এখানে এই সমাজ মাধ্যমে আমাকে নিয়মিত দেখেন ; আমার লেখা পড়েন 
 তাঁরা জানেন ছবি আমার লেখার প্রাণ। 
গ্রামের শোভা ; প্রাচীণ মন্দির ;  মন্দির টেরাকোটা আমার অন্যতম প্রিয় বিষয়। 
 অখ্যাত অবজ্ঞাত কত গ্রামের কথা আপনাদের শুনিয়েছি। সেই গ্রামের প্রাচীণ বা হয়তো প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া  তেমন মন্দিরের কত ছবি আপনারা দেখেছেন। 
 যেমন সাথে আছেন ; থাকবেন। 
 সম্ভব হলে পশ্চিমবঙ্গ পত্রিকার এই সংখ্যাটি তে 
বনকাটির বিখ্যাত পিতলের রথ  প্রবন্ধ টি পড়ে 
 দেখবেন - এই অনুরোধ। 
 আবারও ধন্যবাদ পশ্চিমবঙ্গ পত্রিকার সাথে যুক্ত 
 সকলকে।
 পুনঃ।  আমারই ভুল। এই লেখায় - কি করে যে হল   
 বনকাটি  জে এল নং হবে ৩৩। ভুল করে ৩২ হয়ে গেছে।
 যদি কারও ভালো লাগে গোটা পোষ্ট টা ই শেয়ার করতে পারেন। আলাদা করে এক একটা পাতা বা ছবি না করে। এতে হয় কি সামগ্রিকতা টা নষ্ট হয়ে যায়। ভেঙে যায়।

No comments:

Post a Comment