Sunday, 5 November 2017

বর্ধমানের রাজা চিত্রসেন এবং তাঁর কেল্লা

বর্ধমানের রাজা চিত্রসেন এবং তাঁর কেল্লা পরগনা সেনপাহাড়ী। আবার সেই জংগল মহল। বীরভুম সীমান্ত পাহারা দেওয়া খুব জরুরী। একদিকে বর্গী আক্রমণ। লুঠতরাজ। অন্যদিকে বীরভুম জমিদারের আক্রমণ ভীতি। ইছাই ঘোষের গড় এর ধ্বংসাবশেষ এর উপর রাজা তৈরী করালেন সুরক্ষিত কেল্লা। কামান এনে বসালেন। কেল্লাদার হায়ার বা হায়াত সিং। রাজা চিত্রসেন এর উত্তরাধিকারী রাজা ত্রিলোক চাঁদ ছিলেন স্বাধীন চেতা। ইংরেজ দের তাঁর সম্পর্ক মোটেই ভাল ছিলনা। সিরাজের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তাতে তিনি যোগ দেন নি। শেষ পর্যন্ত ইংরেজ দের সাথে যুদ্ধ বাধল ই। রাজা আশ্রয় নিলেন দূরে গভীর জংগলের মধ্যে সেই কেল্লায়। ইংরেজ সেনাপতি মেজর হোয়াইট কেল্লাদ্বারে একদিন হাজির হলেন। ত্রিলোকচাঁদ অবশ্য তার আগে ই কেল্লা ছেড়ে পালিয়েছেন। ইংরেজ রা দখল করল কেল্লা। নিয়ে গেল কামান আর বহু ধনরত্ন। মৌজার নাম গড়কেল্লা খেরোবাড়ি। লক্ষ্য করুন গড় এবং কেল্লা মানে fort এক ই শব্দবন্ধে। ইতিহাসের দুটি সময় কাল। মানুষের স্মৃতি তে থেকে গেছে।

No comments:

Post a Comment