Monday, 20 November 2017
গ্রাম - অযোধ্যা পো: বনকাটি প: বর্ধমান । কার্তিক পূজা।
অযোধ্যা গ্রামের অধিকারী বটতলার কার্তিক পূজা।
---------------------------- প্রণব ভট্টাচার্য ----
গৌর নাপিত।
তাঁর সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়না।
পেশা তার ক্ষৌরকর্ম। কিন্তু আর্থিক সামর্থ্য নিশ্চয় ই ছিল। তা না হলে একটা পুকুর কাটানো সম্ভব হতনা। পুকুরের নাম নাপিত পুকুর।
পুকুর পাড়ে ছোট্ট মাটির ঘর। খড়ের ছাউনি। সম্ভবত একা মানুষ। সংসার নেই। কিম্বা হয়তো স্ত্রী ছিলেন।ছেলেপুলে ছিলনা।
ধর্মপ্রাণ মানুষ।
চারদিকে ঝোপঝাড়। মাঝে এক প্রাচীন বট।
তার নীচে র জংগল পরিষ্কার করে আনলেন কার্তিক পূজা। সেই শুরু।
তারপর শেষ বয়সে এই পূজার দায়িত্ব ভার তুলে দিলেন তাম্বুলি পরিবারের উপর।সাথে দিলেন জমি জায়গা পুকুর ডাঙ্গা।
প্রতিষ্ঠা করেছিলেন শ্যাম সুন্দর এরযুগল মুর্তি। তার দায়িত্বও তুলে দিলেন তাম্বুলি পরিবারের উপর।পরে তাঁরা চক্রবর্তী পরিবার কে পুরোহিত এর দায়িত্ব দেন।
অযোধ্যা গ্রামের ( পোষ্ট - বনকাটি জেলা- প: বর্ধমান) সেই কার্তিক পুজা এখনো চলছে।কমপক্ষে একশো বছরের পুরনো।
শ্যামসুন্দর ও নিত্য পূজা পাচ্ছেন।
উৎসাহী যুবকেরা ধূমধামের সাথে ঐ পূজা করছেন। অনেক মানুষ কে নিমন্ত্রণ করে খাওয়ানোর আয়োজন হয়।গান বাজনার আসর ও বসে। এর উদ্যোক্তা পাড়ার ছেলে বিশিষ্ট সংগীত শিল্পী সুনীল রক্ষিত। তবে সমস্যা একটা ই। তা আর্থিক।তাই সব বৎসর আয়োজন হতে পারেনা।
সকলের অধিকার। এই পূজার সং কল্প সকলের নামেই হয়। তাই অধিকারী বটতলার পূজা।
প্রায় শত বর্ষ প্রাচীন পুজাকে কেন্দ্র করে এই
সব আনন্দ অনুষ্ঠান যেন বন্ধ না হয়।
এগুলি গ্রামের ঐতিহ্য। একে রক্ষা করতে হবে।
--------+----------+---------+--------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment