কিছু আর নাই।
কার এণ্ড টেগোর কোম্পানির রাণীগঞ্জ এলাকার নারায়নকুড়ি তে কয়লা উত্তোলন প্রকল্প।
উদ্যোগপতি দ্বারকানাথ ঠাকুর।
কোম্পানির অপর সহযোগী উইলিয়াম কার।
ভারতবর্ষের মধ্যে প্রথম।
কয়লা উত্তোলন করার উদ্যোগ নিয়েছেন, অন্য দুটি ইংরেজ কোম্পানি।
Jeremiah Homfray এবং Erskine brothers।
এরা প্রতিদ্বন্দ্বী।
ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ও চাইছিলনা কয়লা উত্তোলনে একচেটিয়া ব্যবসা করুক
Carr and Tagore Company.
সেই পরিস্থিতি তে নিজেদের কোম্পানি চালাতে হয়েছে দ্বারকানাথ ঠাকুর কে। নানাবিধ পরিকল্পনা ছিল তাঁর।
সংরক্ষিত হয়েছে মথুরাচণ্ডীর পীঠস্থান।
চমৎকার মন্দির।
পাশে শ্মশান। সামনে দামোদর। প্রায় শুকনো। জলধারা বইছে বাঁকুড়া র দিকে।
তেঁতুল গাছগুলি জানান দিচ্ছে তাদের প্রাচীণত্ব।
' হলেজ " ঘর টি কে বেঁধে রেখেছে বটবৃক্ষের সহস্র বাহু। হলেজ সম্বন্ধে জানতে সাইনবোর্ড টি পড়ুন।।
এখানে সংরক্ষণের প্রাথমিক কাজ হয়েছে। রাজ্য হেরিটেজ কমিশন দ্বারা এটি হেরিটেজ স্থাপনা হিসাবে ঘোষিত হয়েছে । অদূরে দামোদর। জেটির দেওয়াল টি কিছুটা বেঁচে আছে। খণি এলাকার অফিসঘর টি চাপা পড়ে গেছে। দুটি স্তম্ভ কোনমতে দাঁড়িয়ে আছে।
কিছু ছবি দিলাম। দেখুন।
No comments:
Post a Comment