Tuesday, 12 April 2022

জঙ্গল মহলের এক আদিবাসী পাড়া

এক আদিবাসী পাড়া। সাঁওতাল। 
মাটির বাড়ির দেওয়াল এর নীচের দিকের বাঁধুনি 
এবং মহিলার চেহারার বৈশিষ্ট্য লক্ষ্য করবেন। 
 ফর্সা ; নীল চোখের মণি। 
 রক্ত বড় শক্ত জিনিস 
 রক্ত কণিকায় ভাসে সুদূর অতীত 
 নিজেদের বাড়িতে ই একটা ছোট্ট ঘরে এঁরা একটা 
 চার্চ বানিয়েছেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। 
 মাত্র দশ বারো ঘর মানুষ। ছোট্ট এক পাড়া। 
 জঙ্গলে র মধ্যে।

No comments:

Post a Comment