Tuesday, 12 April 2022

ওরে রাঢ় মাটির আঁকড়

ওরে কাঁকর পাথর লাল রাঢ় মাটির 
আঁকড় 
তোকে কে আর চিনবে বল 
এই আমরা সব পাড়াগেঁয়ে লোক গুলো ছাড়া 
বেশ ফুটেছিস এক গাছ ডালপালা জূড়ে 
 তোর পাকা আঁশটে গন্ধের ফল গুলো 
 আমাদের কাছে ছোট বেলার আঙুর ছিল 
 আপেল আঙুর এসব আমরা জানতাম না 
  আম আতা কুল বেল তাল আঞ্জির এসবই ছিল 
  তা বলে কিনে খাওয়ার চল ছিলনা 
  পেড়ে  কুড়িয়ে সব খেতাম আমরা 
  আচ্ছা আঁকড়  এই শুকনো কঠিন লাল মোরাম 
 মাটি থেকে রস টেনে নিয়ে কিভাবে বাঁচিস 
  ঠিক তাই শক্ত মাটির মানুষের মতো  তুই ও খুব
   শক্ত 
  কাঠ তোর হলুদ        একেবারে হলুদ  এলা 
   মাটির সাথে মিলিয়ে     রঙ রে 
  গা তোর ফাটা ফাটা        আকাঁড়া চালের মতো ই 
   আমার ছোট বেলায় মনে হত কেমন যেন ম্যাপ
    আঁকা আছে   
    বাঁচিস তো অনেক দিন   কি করে যে বাঁচিস 
    ওরে  রৌঢ় দিশম  বজ্রভূমি সুহ্মভূমি লাঢ় দেশের 
     আঁকড়

 রাজনগর। বীরভূম।  পশু হাটের বিস্তৃত প্রান্তরে 
 দাঁড়িয়ে থাকা এক অতি প্রাচীন আঁকড় গাছ। 
 তার প্রাচীণত্ব ধরা আছে তার গাত্র ত্বকে 
 দেখুন 
  অনেক ঘটনার সাক্ষী এই গাছ 
 আর রাজনগর এর কথা  সে তো ফুরাবার নয়

No comments:

Post a Comment