এক ঘাট থেকে আরেক ঘাট
সাতকাহনিয়া র শিমূল তলার ঘাট থেকে ইলামবাজার খয়েরবুনির শিমূল তলার ঘাট
বনকাটি র গড় ঘাটা থেকে পাষাণ চণ্ডী তলার ঘাট হয়ে নৌকো আসছে। গঙ্গাপুর এর ঘাট ছুঁয়ে চলে যাচ্ছে শিমূল তলার " সাহেব ঘাটে। "
নামই হয়ে গিয়েছিল ' সাহেব ঘাট। '
সব মাল ওখানে নামছে।
গোরুগাড়ি ; মোষের গাড়ি করে মাল চলে যাচ্ছে
সাহেবের কুঠিবাড়ি র পাশের গুদামে
পশ্চিমে র জঙ্গল ভূমির নাম ই তখন " লা - মহল "
লা মানে লাক্ষা বা গালা।
সাহেবের বিরাট কারবার।
নীল ; গালা র রমরমা ব্যবসা।
আমবাগানের ভিতরে বাংলো বাড়ি থেকে সাহেব গিন্নী দেখেন
সার দিয়ে গোরু মহিষের গাড়ি চলেছে
মনে বড় আনন্দ।
আরস্কাইন সাহেব ইলামবাজার কেই ঘরবাড়ি
ব্যবসা কেন্দ্র করেছেন।
এখান ছেড়ে কোথাও আর যাননি।
কোথায় জন্ম আর কোথায় মৃত্যু
তাঁর পরিবারের নিজস্ব সমাধি স্থলে সাতটি সমাধি
ছিল। চারদিকে নীচু ঢেউ খেলানো পাঁচিল
সমাধি গাত্রে সাদা মার্বেল ফলকে লেখা
নাম জন্ম ইংল্যান্ড এর কোনও এক শায়ারে
আর মৃত্যু ইলামবাজারে।
আমি ভাবতাম সমাধির পাশে দাঁড়িয়ে
"কোথায় জন্ম আর কোথায় মৃত্যু "
আচ্ছা একটা আঠারো উনিশ বছর বয়সের
ছেলে
দেশ ছাড়ার সময় ই কি ভেবেছিল
এই কি শেষ! আর কখনো দেশে ফেরা হবে না
সে সমাধিস্থল আজ আর কেউ খুঁজে পাবেনা
সমাধির সাদা মার্বেল ফলক কবেই চুরি হয়ে গেছে
বিরাট সে চারদিক খোলা বারান্দা ওয়ালা ডাকবাংলো কুঠিবাড়ি র শেষ ইঁটটিও খুলে নেওয়া হয়েছে।
ডেভিড আরস্কাইন সাহেবের সমাধি স্থলের ছবি
No comments:
Post a Comment