Monday, 28 February 2022

বই চাই। বই। তুমি কেন নাই হে

জানি আমরা 
 তবু বলি 
 বই করুন  বই করুন 
 বন্ধুদের সহৃদয় আহ্বান 
 আপনার বই চাই 
 ভাবছিলাম বলা হয়     বই মানে থেকে যাওয়া 
 ভুলে যাওয়াই যেখানে অতি বড়  স্বাভাবিক 
 সেখানে 
 থেকে যাওয়া              মনে জমে ঘোলা মেঘ 
 সে যোগ্যতা আছে কিনা      কি জানি কেমন 
 ভয় জাগে 
  যাইহোক 
 আবাল্যের ভালোবাসা ছবি 
  ইলামবাজার হাটতলার মন্দিরের গায়ের
 অলংকার দেখে হাট করতে ভুলে যাই 
  কিভাবে যে মানুষ এত সুন্দর তৈরী করতে পারে 
  যাক সে কথা        সে কোন যুবক বেলার প্রারম্ভ       থেকে               কতো ছোট ছোট কাগজে লিখেছি 
 এই মাটি মানুষের কথা 
 কেউ কোন দাম দেয়নি            বুঝলেন 
  আবারও     যাক সে কথা 
 এলাম এখানে    এই মাধ্যমে   অন্তত স্মার্টফোন টা 
 দেখে গেলাম   ওহ  আমাদের  ছাত্রাবস্থায় যদি পেতাম         কলেজ জীবনে আমার খুব কাজে লাগতো 
 কেমেস্ট্রী অনার্স কি আর স্পেশাল টিউশন ছাড়া হয়        বলুন আপনারাই বলুন 
 আমি নিতে পারিনি         পয়সার অভাবে  তাহলে আর 
 কি হবে 
 মাঝ খানটা পুরো বাদ দিলাম            অনেক সময় হয়তো বৃথাই গেল 
 বিজ্ঞান নিশ্চয়ই এগুবে              অভাবনীয় উন্নতি ঘটবে 
 ন্যানো টেকনোলজি সব কিছু বদলে দেবে 

 অনেক অনেক দিন পরে এই আজকের সময়ে 
 
 এই স্মার্টফোনে  ফেসবুক কে পেলাম 
 এখানেই শুরু হল নতুন পথ চলা
 আমার ছাত্র দের কাছেই শিখলাম   বললাম 
 বাবা  এবার তোরা আমাকে শেখা 
এখনও কোন দরকারে ওরাই ভরসা 
 তো  এখানে তো কম লেখা লিখিনি
 কত অখ্যাত গাঁয়ের  কত অন্যরকম মানুষের 
 কথা আপনাদের শোনালাম          শোনালাম  
 গড় জঙ্গল এর কথা         ইছাই ঘোষের কথা 
 অজয়ের এপার ওপার       এর কত কত কথা 
 আবার এই সেই দিন  শোনালাম         পিয়াল কথা 
 সামান্য পিয়াল কে কেন্দ্র করে গোটা জঙ্গল ভূমির 
 কথা আপনারা শুনলেন 
 এখানে আপনারা   আমার লেখার পাঠকেরা 
 তাঁদের আমি ভিতর থেকে শ্রদ্ধা জানাই 
 আমার ইচ্ছা হয় যদি ছাপতে হয় তো তাঁরা 
 যে সব সুচিন্তিত  মন্তব্য করেছেন  সেসব সমেতই 
 যদি ছাপা হয় 
  আমি প্রাণিত হয়েছি  আপনাদের  মন্তব্য সমূহে 
  আনন্দ পেয়েছি    এই মাধ্যমই পরিচয় দিয়েছে 
  পরামর্শ দেবেন     এখানেই থাকল ধরুন  আমার সব লেখালেখি  তা ভবিষ্যতের জন্য থাকবে কি না   বা কিভাবে এখানে স্থায়ী ভাবে 
 থাকতে পারে   যুবক বন্ধুরা একটু বলবেন ভাই 
 আমার ব্লগ আছে  
 মাটিরপ্রদীপ। আঞ্চলিক ইতিহাস। প্রণব ভট্টাচার্য এর লেখালেখি  বলে একটা পেজ আছে  ব্লগই 
 আমার সংগ্রহ  কম নয় 
 ইউ টিউব এর কথা কেউ কেউ বলেছিলেন 
 আমি কি আর এত হ্যাঁকপ্যাক পারি 
 পারবনা ভেবে নিয়ে ই  ক্ষ্যান্ত 
 এই আপনা দিকে প্রতিদিন কথা কাহিনী শোনাচ্ছি 
 আপনারা পড়ছেন   আনন্দ পেলে মন্তব্য করছেন 
 এটা তো আমি প্রিন্ট মিডিয়া য় পাবোনা 
 সেখানে ও তো এখন আমার কম লেখা 
 বের হয়নি 
 সে না হয় একদিন তার তালিকা দেওয়া যাবে 
 আমি খুঁজে হয়রান 
 এটা এখন একটা কাজ বটে 
কি আর করা যাবে   কি যেন বলে ঐ 
 ডকুমেন্টেসন 

আমার তো হাজার হাজার ছবির সংগ্রহ 
 কম ছবি আপনাদের দেখাই নি সেই ২০১২ 
 থেকেই প্রায়   এতটা পিছিয়ে কি যাওয়া যাবে 
 কি জানি   বন্ধুরা বলবেন 
 শত শত ভগ্ন মন্দির  মন্দির টেরাকোটা 
 সেই সব ছবি ছাপাবার মুরোদ আমার নেই 
 আর্ট প্লেটে কে যে ছাপে 
  তাহলে এখানেই থাকল  থাকবে 
  সাধারণ মানুষ কে লক্ষ্য করে একেবারে 
 শুরুর দিকে বেশ কয়েকটি পুস্তিকা করেছিলাম 
 ১০-১৫ টাকা দাম দিয়ে সাধারণ মানুষ যাতে কিনে 
 পড়তে পারেন   নিজের এলাকার মাটি মানুষের কথা  নিজের মাটির ইতিহাস 
 সব ফুরিয়ে গেছে 
 বইমেলা শুরু হল  বাঙ্গালী র  চৌদ্দ নং পার্বন    আরেক উৎসব 
 চারদিকে বই  সবারই বই বেরুচ্ছে 
 কোন এক বন্ধু জানতে চাইছেন এই বই মেলাতেই বই বের করার এতো ধূম কেন 
 আরে এত বড় একটা মঞ্চ  
 আর আমি নেই তাই হয়   আমিও আছি এই দ্যাখো

No comments:

Post a Comment