Thursday, 6 August 2020

১ম পর্ব ইছাই ঘোষের দেউল। বিখ্যাত পুরাকীর্তি

 ইছাই ঘোষের দেউল।

বিখ্যাত পুরাকীর্তি।

পাতলা টালির মতো ইঁটের তৈরি সু উচ্চ দেউল।

বিতর্ক এর সর্বাঙ্গ জুড়ে।

কে ইছাই ঘোষ? বিখ্যাত রামগঞ্জ তাম্রশাসনের রাঢ়াধীপ' মহামাণ্ডলিক' ঈশ্বরী ঘোষ। ত্রিষষ্টিগড়ের অধিপতি। সেখানে তাঁর পিতার নাম ধবল ঘোষ।

ধর্মমঙ্গল কাব্যে তিনি ইছাই ঘোষ। পিতা  সোম ঘোষ।  অনেকে বলেন একই ব্যক্তি। কেউ কেউ  ' না '। 

সুদূর রামগঞ্জ। বাংলাদেশে। সেখানে কি করে গেল তাম্রলিপি। এতো বড় রাজা তো তিনি নন। ইত্যাদি

কে নির্মান করালেন এই দেউল?  

নির্মান কাল নিয়ে নানা মত। বিতর্ক।

এটি কি কোন দেব দেউল?  গর্ভগৃহে কোন বেদী নাই। ছিলনা।'  অনুমিত হয় দেবী ভগবতী 'র মন্দির হিসাবে এটির নির্মান মধ্য অষ্টাদশ শতকে। ' বলছেন প্রত্নতত্ত্ব বিভাগ। আগে ছিল মধ্য পঞ্চদশ শতক।

এখন যে শিবলিঙ্গ দেখবেন তা স্থাপিত হয়েছে ৫০/৬০ বছর আগে। কেন অনুমতি দেওয়া হল?  

কেউ জানিনা।

বারবার সংস্কার হয়েছে বা হচ্ছে। তবু শীর্ষদেশ এর অশ্বত্থের চারা বার বার জন্মায়। বেড়ে ওঠে।

আরও অনেক কথা। পণ্ডিত নই। সামান্য এক আঞ্চলিক ইতিহাস চর্চাকারী। সে ও তো অনেক দিন হল।

নানা জায়গায় বলেছি। সারস্বত সমাজে ই।

কত লিখেছি। কত জায়গায়।

একটি পুস্তিকা লিখেছিলাম। আর একটি ও নাই।

দু তিন বার ছাপা হয়েছিল। তেপান্তর মেলা থেকে ই অনেকে সংগ্রহ করেছিলেন।

মানুষ তাঁর এলাকার ইতিহাস জানুক। এই উদ্দ্যেশেই ছোট ছোট পুস্তিকা। মাত্র ১০/ টাকা দাম।

নিশ্চয়ই পণ্ডিতেরা আলোকপাত করবেন।

আমি সমৃদ্ধ হব।

এই আশা নিয়ে শেষ করি।


আগামী কাল থাকবে দ্বিতীয় অংশ।

যাঁরা আমার পোষ্ট দেখেন তাঁদের অনুরোধ ফলো করবেন। মন্তব্য করবেন। এখানেই

আগামী কাল ও ফলো করবেন। 

সকলের সব জিজ্ঞাসা র উত্তর দেব একেবার শেষে 

কমেণ্ট বক্সে।

No comments:

Post a Comment